বিষয়- উত্তর বঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ থেকে ২৬ অগাস্ট, ২০২৩ পর্যন্ত বৃষ্টিপাত এর পরিমান বৃদ্ধি
সতর্কবার্তাঃ উত্তরবঙ্গ
২৪/০৮/২০২৩-
কমলা সতর্কতা- ১) জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার একটি দুটি জায়গায় ভারী থেকে অতি ভারী সাথে অতিরিক্ত ভারী বৃষ্টি (>২০ সেন্টিমিটার) বৃষ্টির সম্ভাবনা আছে।
২) কালিম্পং, কোচবিহার জেলার একটি দুটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭-২০ সেন্টিমিটার) বৃষ্টির সম্ভাবনা আছে।
হলুদ সতর্কতা- উত্তর দিনাজপুর ও দার্জিলিং জেলার একটি দুটি জায়গায় ভারী বৃষ্টি (৭-১১ সেন্টিমিটার) সম্ভাবনা আছে।
২৫/০৮/২০২৩-
কমলা সতর্কতা- কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার একটি দুটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭-২০ সেন্টিমিটার) বৃষ্টির সম্ভাবনা আছে।
হলুদ সতর্কতা- দার্জিলিং ও কোচবিহার জেলার কিছু জায়গায় ভারী বৃষ্টি (৭-১১ সেন্টিমিটার) সম্ভাবনা আছে।
২৬/০৮/২০২৩
হলুদ সতর্কতা- জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার জেলার একটি দুটি জায়গায় ভারী বৃষ্টি (৭-১১ সেন্টিমিটার) বৃষ্টির সম্ভাবনা আছে।
সম্ভাব্য প্রভাবঃ ১) দার্জিলিং, কালিম্পং এর পাহাড়ি এলাকায় ধ্বস নামার সম্ভাবনা আছে। ৩) ঊত্তর বঙ্গের নদিগুলিতে জলস্তর বাড়ার সম্ভাবনা আছে। ৩) অতিরিক্ত বৃষ্টির জন্য বাতাসের দৃশ্যমানতা কমবে। ৪) সবজি ও ফল এর ক্ষতির সম্ভাবনা আছে। ৫) নিচু জমিতে জল জমে যাওয়ার/ হড়কা বানের সম্ভাবনা আছে।
সম্ভাব্য প্রতিকার : ১) গবাদি পশু দের নদী তীরবর্তী স্থানে নিয়ে জাবেন না, তাদের সুরক্ষিত স্থানে রাখুন। ২) সবজি ও ফল সংগ্রহ করে মজুত করুন। ৩) জমিতে বৃষ্টির সময় কীটনাশক ও সার প্রয়োগ না করার পরামর্শ দেওয়া হছে। ৪) গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন। ৫) জমির জল নিকাশি বাবস্থা ভালো করুন।
Download Special Bulletin – Bengali ||
Download Special Bulletin – English
Download Weather Forecast & Agro-Advisory Report for Current Week – English
Download Weather Forecast & Agro-Advisory Report for Current Week – Bangla
Download Weather Forecast & Agro-Advisory Report for Current Week – Nepali