WELCOME TO
UTTAR BANGA KRISHI VISWAVIDYALAYA

Weather Forecast & Agro Advisory

বিষয়- উত্তর বঙ্গের জেলায় গরম এবং অস্বস্তিকর আবহাওয়ার সম্ভাবনা ৫ থেকে ১০ জুন ,২০২৩

মুলত শুকনো পশ্চিমি বাতাসের উপস্থিতি বেশী। আবহাওয়ার অবস্থা অনুযায়ী ক্রমবর্ধমান হারে বেড়ে আগামী ৫ থেকে ১০ জুন সর্বোচ্চ উত্তরবঙ্গের জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়ার সম্ভাবনা আছে।

পূর্বাভাস- আবহাওয়া দপ্তরের তরফে সতর্ক করে বলা হয়েছে যে উত্তরবঙ্গের জেলার মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলায় আগামী ৫ থেকে ১০ জুন, ২০২৩ মূলত শুষ্ক গরম আবহাওয়ার সম্ভাবনা আছে। সর্বোচ্চ তাপমাত্রা বর্তমানে স্বাভাবিকের থেকে ৩-৫ ডিগ্রি সেলসিয়াস বেশী আছে।
** উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আদ্র ও অস্বস্তিকর আবহাওয়ার প্রভাব থাকবে।

সম্ভাব্য প্রভাবঃ

১. গরম এবং অস্বস্তিকর আবহাওয়া।
২. সাধারন সুস্থ মানুষের জন্য সহনীয় হলেও; অসুস্থ ও বাচ্চাদের জন্য সামান্য চিন্তার কারন আছে।

কিছু উপদেশ-
১. রোদে বেশীক্ষণ না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
২. হালকা, সুতির, হালকা রঙের জামা কাপড় পরার পরামর্শ দেওয়া হছে।
৩. কাপড় দিয়ে মুখ ঢেকে রাখুন, ছাতা, টুপি ব্যাবহার করুন।
৪. ঘন ঘন জল খেতে থাকুন।
৫. ১১ টা থেকে ৪ টে পর্যন্ত রোদ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হছে।
৬. ফসলকে তাপপ্রভাহ থেকে বাঁচাতে হালকা ও ঘন ঘন সেচ প্রয়োগ করুন যাতে মাটির আদ্রতা বজায় থাকে।
৭. কঠোর পরিশ্রম যুক্ত কাজ গুলি দিনের অপেক্ষাকৃত শীতল সময়ের জন্য (সকাল ও বিকেল) বরাদ্দ রাখুন।
৮. পশুদের ছায়াতে রাখুন, পর্যাপ্ত পরিমানে জল দিন। দুপুর বেলা পশুচারণ করবেন না।

Animated Bullet Download Special Bulletin – Bengali || Animated Bullet Download Special Bulletin – English


Animated Bullet Download Weather Forecast & Agro-Advisory Report for Current Week – English

Animated Bullet  Download Weather Forecast & Agro-Advisory Report for Current Week – Bangla

Animated Bullet  Download Weather Forecast & Agro-Advisory Report for Current Week – Nepali



আমন ধানের ছত্রাক জনিত বাদামি দাগ, ঝলসা রোগ ও খোলা ধ্ব্সা রোগ এবং মাজরা ও পাতা মোরা পোকা প্রতিরোধে আমাদের পরামর্শ


আলুর নাবি ধ্বসা ও অন্যান্য রোগ প্রতিরোধে আমাদের পরামর্শ

Admission News
error: Alert: Content is protected !!